উন্নত-সমৃদ্ধ রাঙ্গামাটি।
মিশন (Mission):
রাঙ্গামাটি পার্বত্য জেলার উপজাতীয় জনগোষ্ঠিসহ সকল নাগরিকের মৌলিক অধিকার সমুন্নতকরণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন।
উদ্দেশ্য (Objectives):
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ;
০১। পরিষদের আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা;
০২। দাতা সংস্থার সহযোগীতায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ;
০৩। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যান সেবা ও উন্নয়নের মাধ্যমে মৌলিক অধিকার সমুন্নতকরণ;
০৪। পরিষদের হস্তান্তরিত বিভাগসমূহের ব্যবস্থাপনা;
০৫। কৃষি, মৎস্য ও প্রানি সম্পদের উন্নয়ন;
০৬। ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন ;
০৭। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য লালন ও উন্ন্য়ন;
০৮। জেলার সকল বিভাগের উন্নয়ন কর্মক্রমের সমন্বয় সাধন ;
০৯। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন ;
১০। দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনয়ন।
কার্যাবলি (Functions):
১. যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ মেয়াদী ও স্বল্পমেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ;
২. পরিষদের বাজেট প্রস্তুত ও অনুমোদন;
৩. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
৪. মানব সম্পদ উন্নয়ন ;
৫. আর্ন্তজাতিক দাতা সংস্থার সহযোগিতায় উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন;
৬. শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পর্যটন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন;
৭. হস্তান্তরিত বিভাগসমূহের উন্নয়নমূলক কার্যক্রমের তত্ত্বাবধান, তদারকি ও সমন্বয় সাধন;
৮. কৃষি, মৎস্য ও প্রানি সম্পদ উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ;
৯. দরিদ্র জনগোষ্ঠিকে আতœনির্ভরশীল করার লক্ষ্যে কৃষি, মৎস্য ও পশুপালনসহ আয়বর্ধক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;
১০. ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন;
১১. উপজাতীয় জনগোষ্ঠির কৃষ্ঠি, সংস্কৃতি, প্রথা, ঐতিহ্য এবং রীতি-নীতি লালন, উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন ;
১২. জেলার সকল সরকারী ও বেসরকারী বিভাগ/সংস্থার উন্নয়নমূলক কর্মকান্ডের সমন্বয় সাধন;
১৩. দুঃস্থ ও দরিদ্র জনগণকে সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে সমাজকল্যাণ ও সমবায় ভিত্তিক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন;
১৪. বেকার জনগোষ্ঠীর আত্নকর্মসংস্থানের লক্ষ্যে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন ।