রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিবার পরিকল্পনা বিভাগ অত্যন্ত সফলতার সাথে মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ জেলার মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম প্রতিকূলতা সত্ত্বেও অন্যান্য জেলার থেকে কার্যক্রম কোন দিক দিয়ে পিছিয়ে নেই। জেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত এ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন প্রতিকূলতার মাঝে তাদের কার্য্যক্রমকে একটা সম্মানজনক অবস্থায় আনতে সক্ষম হয়েছে।
এ জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ১লা জুলাই, ১৯৯০ তারিখ হতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে ন্যস্ত করা হয়েছে। এ বিভাগের প্রধান প্রধান দ্বায়িত্ব ও কর্তব্যের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরুপঃ
১) জনসাধারণকে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতন করে তোলা।
২) প্রতিটি ওয়ার্ড ও পাড়ায় বাড়ী বাড়ী গিয়ে সক্ষম দম্পতি চিহ্নিত করণ এবং তাদের পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারনা প্রদান করে ও পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা।
৩) সক্ষম দম্পতিদের মাঝে পরিবার পরিকল্পনা সামগ্রী যথাযথভাবে বিতরণ।
৪) স্থায়ী পদ্ধতি যেমন বন্ধ্যাকরণ, আইউডি, নর প্ল্যান্ট ইত্যাদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে দম্পতিদের পরিবার পরিকল্পনা ক্লিনিক বা হাসপাতালে প্রেরণ।
৫) বিভিন্ন পদ্ধতি গ্রহণকারীদের ফলো আপ করা।
৬) গর্ভবতী মা নবজাত শিশুদের সেবা প্রদান করা।
৭) টীকাদান কর্মসূচীতে সহযোগীতা প্রদান।
৮) স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক জাতীয় কর্মসূচী বাস্তবায়ন করা।
৯) বিভিন্ন বেসরকারী সংস্থায় পরিবার পরিকল্পনা কার্য্যক্রমের সমন্বয় সাধন করা।
যে সব সক্ষম দম্পতিদের দুটি জীবিত সন্তান আছে এবং আর সন্তান গ্রহণে আগ্রহী নন তাদের জন্য স্থায়ী পদ্ধতি গ্রহণই সঠিক পরিবার পরিকল্পনার ব্যবস্থা। এ ব্যবস্থা প্রদানের জন্য পরিবার পরিকল্পনা বিভাগ শৈল চিকিৎসকের অভাব সত্ত্বেও প্রতি মাসে উপজেলা ভিত্তিক শৈল চিকিৎসক প্রেরণ করে পরিবার পরিকল্পনা স্থায়ী পদ্ধতি সেবা প্রদান অব্যাহত রেখেছে। তাছাড়া নিয়মিতভাবে স্থায়ী পদ্ধতিসহ অন্যান্য ক্লিনিক্যাল সেবা প্রদান এবং ANC, PNC ও নিরাপদ প্রসবকালীন সেবা প্রদান করা হচ্ছে। নিরাপদ প্রসবের জন্য গ্রামের TBA (Traditional Birth Attendant) দেরকে প্রশিক্ষনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁরা বর্তমানে বিভিন্ন গ্রামে নিরাপদ প্রসব করানোর কাজে নিয়োজিত আছেন। উল্লেখিত ব্যবস্থা ব্যতীত রাঙ্গামাটি মা ও শিশু কল্যান কেন্দ্রে সেবা প্রদানের মাধ্যমে জটিল গর্ভকালীন সেবা প্রদানের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখছে। এ কেন্দ্রে জরূরী প্রসূতি সেবার আওতায় নিয়মিত প্রসব সেবা ANC, PNC, RTI, STT’র চিকিৎসা শিশুর পরিচর্যাসহ নিয়মিত পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতির সেবা, IUD, নরপ্ল্যান্ট, ইনজেকশনসহ অন্যান্য পদ্ধতির সেবা প্রদান করা হচ্ছে।
অনাকাঙ্খিত গর্ভধারন প্রতিরোধের জন্য জরুরী গর্ভনিরোধক বড়ি ECP নামের একটি পদ্ধতি কর্মসূচীতে চালু করা হয়েছে। এ পদ্ধতি পরিবার পরিকল্পনা কার্যক্রমের চলমান পদ্ধতি সমূহের পরিপূরক হিসাবে ব্যবহৃত হবে যা মাতৃ মৃত্যুর হার কমাতে সহায়ক ভূমিকা রাখবে।
বর্তমানে মাঠ কর্মীদের বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা সক্ষম দম্পতিদের নিকট পৌঁছানোর ব্যবস্থা আছে। এ ব্যবস্থার প্রেক্ষিতে সকল মাঠকর্মীদের FW Register চালু করা হয়েছে। FW Register এ সক্ষম দম্পতিসহ অন্যান্য তথ্য সঠিকভাবে সংরক্ষিত আছে। স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা প্রদান মাঠকর্মীদের মাধ্যমে নিয়মিতভাবে অব্যাহত আছে।
অবকাঠামো ও অন্যান্য সুবিধাঃ
রাঙ্গামাটি পার্বত্য জেলায় মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে বর্তমানে যেসব প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে তা নিম্নরুপঃ-
১) মা ও শিশু কল্যাণ কেন্দ্র - ১ (এক)টি (রাঙ্গামাটি)।
২) মা ও শিশু কল্যাণ কেন্দ্র - ১ (এক)টি (বাঘাইছড়ি)।
৩) থানা স্বাস্থ্য প্রকল্প - ৮ (আট) টি।
৪) উপ-স্বাস্থ্য কেন্দ্র - ১(এক) টি।
৫) ১০ (দশ) শয্যা বিশিষ্ট হাসপাতাল - ১ (এক) টি (কাপ্তাই)।
৬) পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র - ১(এক) টি (রাঙ্গামাটি)।
৭) আঞ্চলিক প্রশিক্ষন কেন্দ্র - ১(এক) টি (বড়ইছড়ি)।
৮) থানা পরিবার পরিকল্পনা গুদাম - ১(এক) টি।
৯) জেলা সংরক্ষিত পণ্যাগার - ১ ( এক) টি (রাঙ্গামাটি)।
১০) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - ২৬ (ছাব্বিশ) টি।
সি.এম.এম.ইউর মাধ্যমে জেলা শহরে অবস্থিত মা ও শিশু কল্যান কেন্দ্রের আনুষাঙ্গিক সুবিধাসহ তিনতলা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ন ভবন নির্মিত হয়েছে। এ কেন্দ্রে আউটডোর সেবা চালুর লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে প্রায় ১০ লক্ষ টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
এছাড়া এ কেন্দ্রে অত্যাধুনিক যন্ত্রপাতি যেমন আল্ট্রাসনোগ্রাফী, এনেসথেসিয়া মেশিন, ইনকিউবেটর, কম্পিউটার ইত্যাদি সংযোজন করা হয়েছে। এর ফলে সিজারিয়ান অপারেশনসহ প্রসূতি সেবা এবং অপূর্নাঙ্গ শিশুদের সঠিক সেবা প্রদান সহজতর হয়েছে।
জনবলঃ বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগে চিকিৎসক, নার্স এবং প্রসাশনিক পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারীর সংখ্যা প্রায় ৪৮১ জন। তন্মধ্যে ১ম শ্রেণীর কর্মকর্তা ২৭ জন (১৬ জন ডাক্তারসহ), ২য় শ্রেণীর কর্মকর্তা ২০ জন, ৩য় শ্রেণীর কর্মচারী ৩৫১ জন (কমিউনিটি মেডিক্যাল অফিসার ২৭ জনসহ) এবং ৮৫ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী।