Wellcome to National Portal
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২১

নার্সিং ইনস্টিটিউট

নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি

নার্সিং ইনস্টিটিউট ১৯৭২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিট হয়। এই ইনস্টিটিউটে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং ও ১ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স করানো হয়। ছাত্র-ছাত্রীদেরকে তাত্ত্বিক ও ব্যবহারিক এবং মৌখিক ক্লাসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাক্টিস করানো হয়।

১। নার্সিং সার্ভিসের মান উন্নয়নের লক্ষ্যে মৌলিক সেবা প্রদানের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক সব ধরণের প্রশিক্ষণ নিয়মিতভাবে প্রদান করা হয়।

২। মান্সম্মত সেবা প্রদানের জন্য উপযুক্ত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়।

৩। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নার্সিং পরিচর্যা পরিকল্পনা তৈরিসহ তা যথাযথভাবে প্রয়োগ করার ব্যবস্থা করা হয়।

নার্সিং ইনস্টিটিউট, রাঙ্গামাটি ১২ মে ২০০৯ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত হয়।

শিক্ষা ব্যবস্থা

প্রথম বর্ষ হতে তৃতীয় বর্ষ পর্যন্ত একজন ছাত্রীকে-

  1. Anatomy & Physiology
  2. Chemistry & Physics
  3. Microbiology
  4. Social Science
  5. Psychology
  6. Community Health & Hygiene
  7. Nutrition
  8. Nursing Arts
  9. First Aid & Bandaging
  10. Pharmacology
  11. Community Nursing
  12. Immunization & Family Health Nursing
  13. Health Education
  14. Adult Medical Nursing
  15. Adult Medical Nursing
  16. Child Medical & Surgical Nursing
  17. Statistics & Epidemiology
  18. Community Nursing
  19. Adult Medical Nursing
  20. Adult Surgical Nursing
  21. Psychiatric Nursing
  22. Management & Supervision
  23. English

 

বিষয়গুলো পড়তে হয়। এছাড়া ৪র্থ বর্ষের একজন ছাত্রীকে Midwifery & Obstetrical Nursing শেখানো হয়। নতুন সিলেবাস অনুযায়ী তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারী কোর্সে ২৭টি বিষয়ে পাঠ দান দেওয়া হয়।

শিক্ষক

রাঙ্গামাটি নার্সিং  ইনস্টিটিউট ১ জন নার্স ইন্সট্রাক্টর ও ৭ জন পার্টটাইম লেকচারার(ডাক্তার ও কলেজ শিক্ষক) দ্বারা ছাত্র/ছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেওয়া হয়।

পরীক্ষা ও ভর্তি

সকল প্রকার পরীক্ষা বাংলাদেশ নার্সিং কাউন্সিল ঢাকা কর্তৃক পরিচালিত হয়। প্রশিক্ষণার্থীরা সেবা ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ গ্রহণ করে রেজিস্টার্ড নার্স হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসা কেন্দ্রে রোগীদের সেবা প্রদানে নিয়োজিত থাকে। ছাত্রী ভর্তির প্রক্রিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন Centre for Medical Education কর্তৃক সারা বাংলাদেশে ছাত্র/ছাত্রী ভর্তি করানো হয়। ছাত্রী ভর্তির জন্য সমগ্র বাংলাদেশের প্রার্থীদের জন্য উন্মুক্ত। ভর্তির পর বর্ষ অনুযায়ী সকল ছাত্র/ছাত্রীদেগকে সরকারি বৃত্তি প্রদান করা হয়।