১৯৮৯ সনে বিভিন্ন অনগ্রসর উপজাতীয় অধিবাসীগণসহ সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ১৯ নং আইন) অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ স্থাপিত হয়। একই বছর ২৫শে জুন অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যানসহ ৩১ সদস্য বিশিষ্ট পরিষদ গঠিত হয়।
১৯৯৭ সনের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে ১৯৯৮ সনের ৯নং আইন দ্বারা পরিষদের আইন সংশোধন করা হয়। সংশোধিত আইন অনুযায়ী “রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ”এর নাম “রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ”- এ নামে রুপান্তরিত হয়েছে। ৩৩ জন সদস্য এবং ১ জন চেয়ারম্যানসহ মোট ৩৪ জন নিয়ে তিন পার্বত্য জেলা পরিষদসমূহ পুনর্গঠিত হয়।