প্রাথমিক শিক্ষা বিভাগ
১৯৯০ সালের ১ জুলাই রাঙ্গামাটি জেলা পরিষদের নিকট জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ হস্তান্তর করা হয়।
এ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, বদলী, পদোন্নতি, শৃংখলা ব্যবস্থা গ্রহণসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাঁর অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণকে এ পরিষদের অধীনে ন্যস্ত করা হয়েছে।
শিক্ষক নিয়োগ, বদলী ও পদোন্নতি
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার গ্রহণক্রমে শিক্ষক নির্বাচন করা হয়। নির্বাচিত প্রার্থীদেরকে পরিষদ কর্তৃক নিয়োগপত্র প্রদান করা হয়। বর্তমানে শিক্ষকদের আন্তঃউপজেলা ও বিদ্যালয় বদলীর ক্ষেত্রে পরিষদ কর্তৃক ৩ (তিন) সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি বদলী সংক্রান্ত সার্বিক বিষয়াদি পর্যালোচনান্তে সময়ে সময়ে চেয়ারম্যান মহোদয়ের নিকট প্রয়োজনীয় মতামত/সুপারিশ পেশ করে চেয়ারম্যান সরাসরি বদলীর আদেশ জারি করেন। সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষকের শূন্য পদের ভিত্তিতে ৬৫% হারে বিভাগীয় পদোন্নতি এবং ৩৫% হারে সরাসরি নিয়োগ পরিষদ কর্তৃক সম্পাদন করা হয়।
পরিদর্শন
সরকারি নির্দেশ মোতাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতি মাসে ২টি সরকারি, ২টি রেজিঃ বেসরকারি এবং ২টি উপজেলা শিক্ষা অফিস পরিদর্শন করে থাকেন। অনুরূপভাবে উপজেলা শিক্ষা শিক্ষা প্রতিমাসে ২টি সরকারি, ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি/এনজিও পরিচালিত বিদ্যালয় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ তাদের ক্লাস্টারের অধীনে যতগুলি বিদ্যালয় আছে তারা প্রতিমাসে একবার করে কমপক্ষে ১০ টি বিদ্যালয় পরিদর্শন করে থাকেন। পরিদর্শিত বিদ্যালয়ের একীভূত পরিদর্শন প্রতিবেদন মাসের শেষে পরবর্তী মাসের ৩ তারিখ জেলা অফিসে, ৭ তারিখে বিভাগীয় অফিসে পরিদর্শন প্রতিবেদন দাখিল করা হয়।
এ নিয়ম মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে এ জেলার প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি, ছাত্র/ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে থাকেন।
বৃত্তি পরীক্ষা ও বেসরকারি শিক্ষকদের অনুদান
জেলা প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি, ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আকৃষ্ট ও উৎসাহদান করার লক্ষ্যে সরকারিভাবে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পাশাপাশি ২০০৩ খ্রিঃ হতে পরিষদের তহবিল হতে এ জেলার ৪র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যালেন্টপুল বৃত্তি ৬০০/- টাকা এবং সাধারণ বৃত্তি ৪০০/- টাকা হারে এককালীন প্রদান করার মাধ্যমে ৪৯ টি ট্যালেন্টপুল ও ২৫৩ টী সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও পরিষদ তহবিল হতে বেসরকারীভাবে পরিচালিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষককে মাসিক ১০০০/- টাকা হারে অনুদান দেয়া হচ্ছে। এতে সরকারি অনুদানবিহীন কর্মরত শিক্ষকেরা আর্থিকভাবে কিছুটা উপকৃত হচ্ছেন এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ন্যুনতম প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাচ্ছে বলে প্রতীয়মান হয়।
বিভিন্ন সভায় যোগদান ও প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যাদি সম্পর্কে আলোচনা
প্রতি মাসের ১১ তারিখে উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা এবং প্রতিমাসের ৯-১৪ তারিখের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখিত সভাসমূহে জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের বিভিন্ন সমস্যাদি চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করে সমাধানের ব্যবস্থা নেয়া হয়। এ সকল সমস্যাদি প্রতি মাসের ২৫ তারিখে মাননীয় চেয়ারম্যান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে ও পরিষদ সভায় আলোচনাক্রমে সমাধান করা হয়ে থাকে।
জনবল
রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনে সর্বমোট ৭১ জন কর্মকর্তা/কর্মচারী আছে। তম্নধ্যে প্রথম শ্রেণীর কর্মকর্তা ১২ জন, ২য় শ্রেণীর কর্মকর্তা ২০ জন এবং ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মকর্তা ৩৯ জন। তাছাড়া ৩৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৯৩ জন প্রধান শিক্ষক এবং ১১৩৫ জন সহকারী শিক্ষকের পদ আছে।