বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে মৎস্য সম্পদের গুরুত্ব আপরিসীম। রাঙ্গামাটি পার্বত্য জেলাও মৎস্য চাষের জন্য এক্তি বিরাট সম্ভাবনাময় অঞ্চল । বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাঙ্গামাটি জেলার ভৌগলিক পরিবেশ সম্পূর্ণ ভিন্ন । রাঙ্গামাটি জেলা একদিকে পাহাড়ী অঞ্চল, আবার একটি বিশাল এলাকাজুড়ে রয়েছে কাপ্তাই হ্রদ-যার আয়তন প্রায় ৬৮৮০০ হেক্টর। কাপ্তাই হ্রদটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত ।
রাঙ্গামাটি জেলায় ১০টি প্রশাসনিক উপজেলার মাধ্যমে কর্মকান্ড পরিচালিত হলেও ৮টি উপজেলায় মৎস্য বিভাগ রয়েছে এবং ৮টি উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে মৎস্য কর্মকান্ড পরিচালিত হচ্ছে । রাঙ্গামাটি জেলার বিশাল এলাকা কাপ্তাই হ্রদ বেষ্টিত বিধায় এখানে স্বাভাবিক মৎস্য চাষের সুযোগ কম। তা স্বত্তেও এখানে রয়েছে অনেক ক্রিক, যাতে বাঁধ সৃষ্টি করে প্রচুর মৎস্য উৎপাদন করা সম্ভব এবং অত্র জেলার আর্থ-সামাজিক অবস্থার ও অনেক উন্নয়ন ঘটানো সম্ভব। এছারা কাপ্তাই হ্রাদে পেন কালচার ও খাচায় মাছ চাষ করে প্রচুর মাছ উৎপাদন করা যেতে পারে। সে লক্ষ্যে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর মাধ্যমে স্বল্প সংখ্যক ক্রীক উন্নয়ন করে মৎস্য চাষ পরিচালিত হচ্ছে। কাউখালী উপজেলায় স্থপন করা হয়েছে একটি মিনি হ্যাচারী। এছাড়া ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আর্থিক সহায়তায় কিছু পেন কালচার পরিচালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তরের সার্বিক কর্মকান্দের মাধ্যমে রাঙ্গামাটি জেলা মৎস্য অধিদপ্তর, দারিদ্র বিমোচন প্রকল্প, ক্ষুদ্র ঋণ সূচী, মৎস্যচাষ প্রদর্শনী, মৎস্য চাষীদের প্রশিক্ষণ ইত্যাদি কর্মকান্ড পরিচালনা করে আসছে।
এ বিভাগের প্রধান কার্যাবলী নিম্নরুপঃ
ক) প্রদর্শনী মৎস্য খামার সমূহে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন লাগসই প্রযুক্তি মৎস্য চাষী ও জনগণের মাঝে সম্প্রসারিত করা।
খ) বিভিন্ন সংস্থা ও প্রতিস্থান সমূহের জলাশয় ব্যবস্থাপনায় কারিগরি পরামর্শ প্রদান।
গ) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা।
ঘ) মৎস্য বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।
ঙ) বিভিন্ন সরকারী- বেসরকারী সংস্থার সম্প্রসারণ কর্মী, মৎস্য চাষী, মৎস্যজীবী ও বেকার যুবক সহ বিভিন্ন সমিতি ও সংগঠনের সদস্যদের মৎস্য চাষ ও ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান।
চ) মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করা।
ছ) মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি, পাহাড়ী ক্রীক, ঘোনা, জলাশয় ইত্যাদির উন্নয়ন সাধক ও সঠিক ব্যবহার নিশ্চিত করণের উদ্দেশ্যে বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প গ্রহণ, প্রণয়ন ও বাস্তবায়ন করা।
জ) মৎস্য চাষের উৎপাদন বৃদ্ধি কল্পে মৎস্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালিত করা।
ঝ) মৎস্য সম্পদ জরীপ ও উৎপাদন নিরুপণ করা।
ঞ) মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও জনগণকে সচেতন করে তোলা।
ট) মৎস্য চাষ বিষয়ক কর্মকান্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রাপ্তিতে সহায়তা করা।
ড) সময় সময় সরকার কর্তৃক অর্পিত বিভিন্ন দায়িত্ব পালন করা।
মৎস্য বিভাগের কর্মকান্ড মূলতঃ সম্প্রসারণ মূলক ও সহায়তা মূলক, যাতে এলাকার মৎস্যচাষী,মৎস্যজীবীসহ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাপকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সম্পৃক্ত হতে পারে।
জনবলঃ জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ৪৭ জন কর্মকর্তা/কর্মচারী নিয়োজিত থাকেন। তন্মধ্যে ৮ জন কর্মকর্তা এবং ৩৯ জন কর্মচারী।